ক্রিস্টিয়ানো রোনালদো: তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

 ক্রিস্টিয়ানো রোনালদো: 



ফিফার ঘোষণা অনুযায়ী বর্তমানে সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের বাছাই পর্বে একক নৈপুণ্যে ইউরোপ অঞ্চলে পর্তুগালকে গ্রুপ চ্যাম্পিয়ন করে সরাসরি নিশ্চিত করে বিশ্বকাপে খেলা। চলুন দেখে নিন দেশের হয়ে কত ম্যাচ খেলে কত গোল করেছেন ৩২ বছর বয়সী এ তারকা।

ম্যাচ:       ১৪৭টি

গোল:     ৭৯টি। 

এ্যাসিস্ট:  ৩৫টি


বিশ্বকাপের তিন আসরে অংশ নিয়ে রোনালদো খেলেছেন ১৩ ম্যাচ। গোল করেছেন ৩টি। এ্যাসিস্ট ২ সে সাথে হলুদ কার্ডও খেয়েছেন ২টি। 

বিশ্বকাপ বাছাই পর্বে ৩৮টি ম্যাচ খেলেছেন রোনালদো। ৩০টি গোলের পাশাপাশি এ্যাসিস্ট করেছেন ১২টি। হলুদ কার্ড ৭টি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছেন ৪৪টি। গোল সংখ্যা ১৫, এ্যাসিস্ট ৮ ও হলুদ কার্ডের সংখ্যা ৫টি। 

ইউরো কাপে রিয়াল মাদ্রিদের প্রাণভোমর ২১টি ম্যাচে অংশ নিয়েছেন। প্রতিপক্ষের জালে গোল জড়িয়েছেন ৯টি। এ্যাসিস্ট ৮ এবং হলুদ কার্ডের সংখ্যা ৩টি।


ইউরো কাপের বাছাই পর্বে ২৭টি ম্যাচ খেলেছেন সিআর সেভেন। করেছেন ২০ গোল, এ্যাসিস্ট ৪ হলুদ কার্ডও ৪টি।

কনফেডারেশন কাপে ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রোনালদো। করেছেন ২টি গোল। এ্যাসিস্ট ১টি।


Comments

Popular posts from this blog

নেইমার মেসি তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

Venus is now a hellish desert, probably because Jupiter pushed it around